সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চতুর্থ দিনে গড়িয়েছে। থেমে থেমে চলছে গোলাগুলি। এখনো ভবনের ভেতরে এক বা একাধিক জঙ্গি আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। রোববার সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, অভিযানে জঙ্গিরা বিপর্যস্ত হয়ে পড়লেও ভবনে প্রচুর বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে কাজ করছে কমান্ডোরা। ফলে অভিযান শেষ করতে কমান্ডোদের সময় লাগছে। অভিযান শেষের সময়সীমা বেধে দেয়া এখনই সম্ভব নয়।
তিনি আরও বলেন, জঙ্গিরা ব্যাপক প্রস্তুতি নিয়েই ভবনে অবস্থান নিয়েছে। অভিযানে সেনা সদস্যদের কোনো ক্ষতি হয়নি। ভবনের ভেতরে থাকা জঙ্গিরা ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করছে। তাদের কাছে প্রচুর আই/ই/ডিও রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের আতিয়া মহল ঘিরে ফেলে পুলিশ। এরপর শনিবার সকালে অপারেশন টোয়াইলাইট অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। প্রথম দিনে অভিযান চালিয়ে উদ্ধার করা ভেতরে আটকে পড়া ৭৮ জনকে।