সম্পর্কোন্নয়নের গ্যারান্টি দিচ্ছে হোটেল, বিবাহ বিচ্ছেদ হলেই টাকা ফেরত!

অনলাইন ডেস্ক :বিয়ের পর দম্পতিরা মধুচন্দ্রিমায় যান। নিভৃত সময় কাটানোর জন্য তারা বেছে নেন কোন হোটেল। কিন্তু এমন ঘটনা সত্যিই দুর্লভ যে দম্পতির ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ ঘটলে হোটেলে থাকা দম্পতিকে টাকা ফেরত দেবে হোটেল কর্তৃপক্ষ।
সুইডেনের বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, যদি কোন দম্পতির তাদের হোটেলে থাকার এক বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে তবে সেই হোটেলে থাকার দুই রাতের খরচ ফেরত দেবে হোটেল কর্তৃপক্ষ।
সুইডিশ হোটেল মালিকদের একটি গোষ্ঠী নতুন এক উদ্যোগ নিয়েছে। তারা বলছে, একসাথে চলতে চলতে জটিল সময়ে পড়লে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়, তা থেকে নিস্তার পেতে প্রয়োজন এক মনোরম পরিবেশ। আর সেই পরিবেশ পাওয়া যাবে তাদের হোটেলেই। তাই হোটেল কর্তৃপক্ষ দম্পতিদের ‘সম্পর্ক উন্নয়নের গ্যারান্টি’ও দিচ্ছে এই অফারে।
এমনই একটি হোটেলের মালিক পেত্রা ফাগরেল জ্যানসন বলেন, ‘প্রত্যেকের জীবনে ছোট্ট একটু অবসর প্রয়োজন। আর সম্পর্কের বন্ধন দৃঢ় করার সময়ও প্রয়োজন’।
হোটেলগুলোতে থেকে যাবার পর বিচ্ছেদ যদি ঘটেই যায় তাহল দম্পতিদের হোটেল খরচের টাকা ফেরত পেতে গেলে উপযুক্ত প্রমাণ দিতে হবে। প্রথমে তাদের প্রমাণ করতে হবে যে তারা আইনত স্বামী-স্ত্রী। এরপর তারা যে ওই হোটেলে থেকেছেন তার প্রমাণাদি। পাশাপাশি কখন থেকেছেন সেটাও দেখাতে হবে। আর ওই হোটেলে থাকার এক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে তার উপযুক্ত কাগজপত্র দেখাতে পারলে তবেই মিলবে এই টাকা।
হোটেল কর্তৃপক্ষরা এই অফারকে খুব ব্যয় বহুল বলে মনে করছেন না।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …