আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের লিলি শহরে একটি মেট্রো স্টেশনের বাইরে ৩ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। নিহতদের মধ্যে ১ জন ১৪ বছরের বালক। তবে এ হত্যাকান্ডের পর বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা কমপক্ষে ৫টি গুলির আওয়াজ শুনেছেন। ফ্রান্সের উত্তরাঞ্চল ও বেলজিয়াম সীমান্তে লিলি শহরটি অবস্থিত।
এ গুলি বর্ষণের পর গুলিবিদ্ধ ৩ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। এঘটনার পর ঘটনাস্থলে দ্রুত আর্মড পুলিশ পৌঁছে এবং ওই শহরটি কঠোর নজরদারীতে আনে। তবে কেন বন্দুকধারী এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। লিলি শহরের জ্যাকুয়েস ফেবরিয়ের স্কয়ার ও পোর্তে ডি’আরাস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
গত কয়েক বছর ধরে ফ্রান্সের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এসব হামলার কোনো কোনোটি আইএস জঙ্গিরা ঘটিয়েছে বলে দাবি করেছে। গত বছর জুলাইতে ফ্রান্সের নিস শহরে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় কমপক্ষে ৮৬ জনকে হত্যা করে এক আততায়ী। বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ওপর ওই ঘাতক পরিকল্পিতভাবে ট্রাকটি তুলে দেয়।
২০১৫ সালের নভেম্বরে প্যারিসে ধারাবাহিক হামলায় আইএস জঙ্গিরা অন্তত ১২৯ জনকে হত্যা করে। ব্রিটেনের লন্ডনে ওয়েস্টমিনস্টারে সন্ত্রাসী হামলার একদিন পর ফ্রান্সের লিলিতে ফের সন্ত্রাসী ঘটনায় ৩ জন প্রাণ হারালেন। বন্দুকধারীর গুলিতে আহতদের সেন্ট-ভিনসেন্ট-ডি-পল হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের কারো অবস্থা সংকটজনক নয় বলে পুলিশ জানায়।