স্পোর্টস ডেস্ক: ডাম্বুলায় ব্যাট হাতে দারুণ সূচনা করে বাংলাদেশ। রানের চাকা বেশ সচল ছিলো টাইগারদের। তামিম ইকবাল ও সৌম্য সরকার খেলছিলেন পুরো ছন্দে। তবে খানিকটা পরেই বিপদ।
ধাক্কা খেলো বাংলাদেশ।
বাংলাদেশকে বিপদে ফেললেন সৌম্য সরকারই। ২৯ রানে উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১০ রান করেছেন তিনি। লাকমলের বলে চান্দিমালের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। সৌম্যর বিদায়ের পর সাব্বির রহমান ব্যাট হাতে মাঠে নেমছেন।
সর্বশেষ খবরে তামিম ইকবাল খান ও সৌম্য সরকার ব্যাট করছেন। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা তাদের ব্যাটে।