স্পোর্টস ডেস্ক:২৪ মার্চ ক্রিকেটের তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন।জীবনের ৩০ বছরে পদার্পন করলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’।
এই বিশেষ দিনটিতে দলের সঙ্গে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব। রাত পোহালেই লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। তাতে তো আর জন্মদিনের শুভেচ্ছা
জানাতে বাধা নেই। তাই সাকিবের সতীর্থ থেকে শুরু করে সাধারণ ভক্তরা পর্যন্ত শুভেচ্ছায় ভাসাচ্ছেন সাকিবকে।
সাকিবের স্ত্রী শিশির তার স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাবে না তা কি হয়! তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার প্রাণ প্রিয় পুণ্যবান স্বামী, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আল্লাহ্ তোমাকে আরো শক্তিশালী ও সুস্থ রাখুক।’ সাকিবের জন্মদিনে আল্লাহর কাছে স্ত্রী শিশির এমনটাই চেয়েছেন।
সাকিব তার ফ্যান পেজে লেখেন, ‘বিগত বছর অসাধারণ ছিল আমার জন্য। আমাদের শুভাকাঙ্খী, ভক্ত এবং পার্টনারদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী বছরও আমাকে আর আমার পরিবারকে আপনাদের এ সমর্থন দেবেন এ আশা থাকল। ’