স্পোর্টস ডেস্ক : শুনতে অন্যরকম হলেও সত্যি! একটি জয়ের জন্য খোদ কলম্বোর স্টেডিয়ামেই মোনাজাত ধরছেন ভক্তরা। তবে আশার কথা এটাই যে ক্রমেই জয়ের বন্দরে যাচ্ছে ভক্তরা।
বাংলাদেশ চেয়েছিল ১৬০ রানের লক্ষ্য, শ্রীলঙ্কা পুঁজি চেয়েছিল দুইশ রানের। নবম উইকেটের দৃঢ়তায় কাছাকাছি গেল স্বাগতিকরাই। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯১ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা।
শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয় পেতে বাংলাদেশের হাতে রয়েছে কমপক্ষে ৭৪ ওভার। কলম্বোর পি সারা ওভালে রোববার বাংলাদেশের শততম টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতে উইকেটে খুব একটা সহায়তা ছিল না স্পিনারদের জন্য। দুয়েকটি বল ছাড়া মোটামুটি সহজেই খেলেছেন দিলরুয়ান পেরেরা ও সুরঙ্গা লাকমল।
৮ উইকেটে ২৬৮ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা পঞ্চম দিন এগোতে থাকে সাবলীলভাবে। ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু
করা পেরেরা-লাকমল তুলে নেন জুটির অর্ধশতক। লিড ছাড়ায় দেড়শ। এগিয়ে যাচ্ছিল দুইশ রানের দিকে।
রান বাড়ার সঙ্গে অস্বস্তি বাড়ছিল প্রতিপক্ষ দলে। ফিল্ডিং সাজানো নিয়ে কাজ করছিল দ্বিধা। আক্রমণ করবেন না চার ঠেকাবেন এ নিয়ে কূল পাচ্ছিলেন না মুশফিকুর রহিমরা। পেরেরা তুলে নিয়েছেন অর্ধশতক। স্বাগতিকদের নজর তখন আরও উঁচুতে।
তখনই ভুল করে বসেন লঙ্কান দুই ব্যাটসম্যান। শুভাশীষ রায় চৌধুরীর মিস ফিল্ডিংয়ে রান নিতে চান তারা। দ্রুত পুষিয়ে শুভাশীষ বল থ্রো করেন বোলার মেহেদী হাসান মিরাজকে। বাকি সহজেই সারেন এই তরুণ। ঝাঁপিয়ে পড়েও নিজের রান আউট ঠেকাতে পারেননি ১৭৪ বলে ৬টি চারে ৫০ রান করা পেরেরা।
ভাঙে ৮০ রানের জুটি। এই রান করতে ২১.২ ওভার খেলেন পেরেরা-লাকমল।
এক ম্যাচে দুইবার নিজের ব্যক্তিগত সেরা এগিয়ে নিলেন সুরঙ্গা লাকমল। ৩১ ছাড়িয়ে প্রথম ইনিংসে করেছিলেন ৩৫ রান। এবার সেটাকে ছাড়িয়ে খেললেন ৪২ রানের আরেকটি চমৎকার ইনিংস। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হয়তো পেয়েও যেতেন, সাকিব আল হাসানের ওপর চড়াও হতে গিয়ে আর পারেননি, লংঅফে ক্যাচ তালুবন্দি করেন মোসাদ্দেক হোসেন।
প্রথম ইনিংসে শেষ ৩ উইকেটে ১৪৩ রান যোগ করা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে শেষ ৩ উইকেটে যোগ করে ৯৮ রান। তাদের দৃঢ়তায় স্কোর বোর্ডে লড়াই করার মতো পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।
৭৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব।
এরপর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পরপর সৌম্য ও ইমরুলকে হারিয়ে এখন বিপাকে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। ১৪ রান নিয়ে উইকেটে আছেন তামিম ইকবাল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন সাব্বির রহমান।