আমিরকে রেখার চিঠি

আমিরকে রেখার চিঠি

বলিউড সুপারস্টার আমির খান অভিনীত সর্বশেষ ছবি ছিল `দঙ্গল`। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটি বেশ ভালো সফলতা অর্জন করেছে বলিউড বক্স অফিসে। শুধুমাত্র ভারতেই ছবিটির আয় ছিলো প্রায় সাড়ে ৩শ কোটি রুপি। আর এ কারণেই একটি সাকসেস পার্টির আয়োজন করেছিলেন আমির খান।

আর বলিউডের এসব পার্টিতে সচারচর হাজির না হলেও আমিরের পার্টিতে হাজির হলেন বলিউডের চিরসবুজ নায়িকা রেখা। শুধু হাজিরই হননি, আমিরের জন্যে নিয়ে এসেছেন একটি উপহারও। আর সেই উপহারটি ছিল রেখার হাতে লেখা একটি চিঠি। দঙ্গল দেখে মুগ্ধ হয়ে আমিরের জন্য চিঠিটি লিখেছিলেন রেখা। শুধু তাই নয় অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে চিঠিটি পড়েও শোনান রেখা। এসময় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভিজে ওঠে আমিরের চোখ।

এমন উপহার পেয়ে আমির বলেন `চিঠিটি সবসময় তিনি কাছে রাখবেন। শুধু সিনেমাটি নয়, চিঠিটিও তার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। কারণ তিনি (রেখা) পার্টিতে এসেছিলেন সিনেমাটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার জন্য`।

আমিরকে রেখার চিঠি

Check Also

মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু

সংবাদবিডি ডেস্ক ঃ সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি …