১১ বছরেই মা, তদন্তে নেমেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১১ বছর বয়সে এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে তদন্তে নেমেছে যুক্তরাজ্যের স্থানীয় পুলিশ। দেশটিতে সবচেয়ে কম বয়সে মা হতে চলার ঘটনা এটিই প্রথম।
বর্তমানে যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী মায়ের বয়স ১২ বছর। আর সন্তানের পিতার বয়স ১৩। তাদের সন্তান বর্তমানে ২৮ বছর বয়সী নানীর কাছে বেড়ে উঠছে।
পুলিশের ধারণা, অনাগত শিশুটির পিতাও তার মায়ের মতো কোনো এক শিশু, যার বয়স মায়ের চেয়ে কিছুটা বেশি হতে পারে। আইনি নিষেধাজ্ঞা থাকায় শিশুটির গর্ভাবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। তবে শিশুটি শিগগিরই সন্তান জন্মদান করতে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে এই গর্ভাবস্থা নিয়ে আলোচনা যাতে না ছড়ায়, সে বিষয়ে হাইকোর্টের ফ্যামিলি ডিভিশনে আবেদন করা হয়েছে বলে জানা গেছে। -দ্য গার্ডিয়ান।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …