দেশের কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনয়শিল্পীদের মধ্যে আয়কর প্রদানে প্রথম স্থান অর্জন করেছেন। যদিও দেশীয় শিল্পীদের মধ্যে আয়কর বিষয়ে তেমন কোনও উৎসাহ দেখা যায় না। বরং এই বিষয়ে লুকোচুরির প্রভাবটাই বেশি লক্ষ্য করা যায়।
তেমন বাস্তবতার বিপরীতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সুবর্ণা মুস্তাফার কাছ থেকে আসে সুখবরটি। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৫-১৬ অর্থবছরে অভিনয়শিল্পী বিভাগে সর্বোচ্চ করদাতা হিসেবে তাকে সম্মাননাপত্র প্রদান করেছে।
তার ভাষায়, ‘আমার জন্য এটা খুবই আনন্দের বিষয়। আমি অভিভূত। কারণ, আয়কর দিয়েও এমন স্বীকৃতি পাবো- সেটা ভাবিনি কখনও।’
সর্বোচ্চ আয়করদাতা সুবর্ণা মুস্তাফা!
সর্বোচ্চ আয়করদাতা সুবর্ণা মুস্তাফা!
Check Also
মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু
সংবাদবিডি ডেস্ক ঃ সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি …