জাহাঙ্গীর সুমন, শেখের জায়গা থেকে: খিলগাঁওয়ে র্যা বের চেকপোষ্টে হামলাকারীদের ব্যাগ থেকে তিনটি শক্তিশালী বোমা ও ভেষ্ট উদ্ধার করেছে র্যা ব সদস্যরা।শনিবার খিলগাও শেখের জায়গায় র্যা ব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সংবাদ সম্মেলনেএ তথ্য জানান।
শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার আশাকোনায় র্যাবের অস্থায়ী ব্যারাকে আত্মঘাতি বোমা হামলার পরে রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশনসহ ব্যস্ততম স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
শুক্রবার দুপুরে জুম্মাহর নামাজের ঠিক আগে রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় র্যাবের অস্থায়ী ব্যারাকের ভেতরে আত্মঘাতি বোমা হামলা চালায় এক যুবক। এতে ঘটনাস্থলেই যুবকের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। মুহূর্তে এই ঘটনা ছড়িয়ে পড়লে নড়ে-চড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। আইনশৃন্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটির সদরদপ্তর থেকে নির্দেশ চলে যায় সর্বত্র সতর্ক থাকার জন্য।
দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূনূ পয়েন্টে পুলিশের পাশাপশি র্যা ব সদস্যরা চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন দের তল্লাসী চালাতে থাকে।। এরই অংশ হিসেবে খিলগাওয়ের শেখের জায়গায় বিকাল থেকে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করছিলো র্যা ব সদসৗরা।
সংবাদ সম্মেলনে র্যা ব-৩এর অধিনায়ক জানায়, ভোর পৌনে ৫টার দিকে ২০-১৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ওই যুবককে সন্দেহ হলে চেকপোস্টে থাকা র্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দেয়। সে না থামায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।নিহত যুবক জঙ্গি কিনা এটা তারা এখনও নিশ্চত নন তারা।
র্যাব অধিনায়ক আরও বলেন, গুলি করার পর ওই যুবক মোটরসাইকেল থেকে পড়ে যায়। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে তার দেহে তল্লাশি চালানো হয়। সেটা সিগন্যাল দিলে ধারণা করা হয় যে তার শরীর ও ব্যাগে বিস্ফোরক রয়েছে।
পরে ব্যাগ থেকে তিনটি বোমাও একটি ভেষ্ট উদ্ধার করা হয়, সেগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমানিস্কিয়কারীদল কে সংবাদ দেয়ো হয়। পরে যুবকদের কাছে পাওয়া ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করে তারা।সংবাদ মম্মেলনে জানানো হয়, চেকপোস্টে হামলার চেষ্টকারীর ব্যবহৃত মোটরসাইকেলে কোনও নম্বরপ্লেট নেই। ফলে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন করা কিনা তা জানা যায়নি। হামলাকারীর নাম-পরিচয়ও এখন পর্যন্ত জানা যায়নি।
Check Also
বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির
সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …