আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উপকূলে সোমালি শরণার্থীদের বহনকারী একটি নৌকায় হেলিকপ্টার থেকে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
আইওএম জানিয়েছে, বাব আল মানদেবে শরণার্থীদের ওপর চালানো হামলায় নারী এবং শিশুও নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় মারিবের কোফাল সেনা ক্যাম্পের মসজিদে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইয়েমেন উপকূলে শরণার্থীদের নৌকায় হামলার ঘটনায় যারা নিহত হয়েছেন তারা সবাই সোমালিয়ার বাসিন্দা। নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
হামলার শিকার নৌকাটি থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার ইয়েমেনে আরো একটি হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের একটি সামরিক ঘাঁটির ভেতরের একটি মসজিদে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।