তামিম-সৌম্যকে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আরো একটি ফিফটির জুটি। দারুণ ব্যাটিংয়ে ১০০’র কাছে গিয়ে দাঁড়ানো। দেশের শততম টেস্টে তামিম ইকবাল ও সৌম্য সরকার সিরিজে দ্বিতীয়বার শতরানের উদ্বোধনী জুটি গড়ার ইঙ্গিতই দিচ্ছিলেন।

কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। তামিম ইকবাল ফিফটি করবেন। আর এক রান দরকার। ঠিক সেই সময়ে হেরাথের আঘাতে ফেরেন তামিম। তামিম ৪৯, বাংলাদেশ ১ উইকেটে ৯৫।

জুটিটা জমে উঠেছে। শ্রীলঙ্কার স্পিনাররা কাজে আসছেন না। এই সময় হেরাথের বল পায়ে আঘাত হানলেও তামিম নট আউট। মানে আম্পায়ার আলিম দার আউট দিলেন না। রিভিউ নিলেন হেরাথ। আলিম আবার ভুল প্রমাণিত। ৯১ বলে ৬ চারে ৪৯ রানে শেষ তামিমের দারুণ সম্ভাবনাময় ইনিংসটা। তামিমকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ২৪৩ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে গেল টাইগাররা।

চা বিরতির পর সৌম্যকে বিদায় নিতে হয় ৬১ রানে। দুই ওপেনার খুব বড় কিছু এই সিরিজে করতে পারেননি। কিন্তু নিয়মিত জুটি গড়ে যাচ্ছেন। তাতে একটা ছোট রেকর্ডও হলো।

তুলনামূলক হিসেবে এই পরিস্থিতিতে কিন্তু এগিয়ে টাইগাররাই। প্রথম ইনিংসের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। শুধু তাই না। এই পর্যায়ে ৪ উইকেটে ৭০ রান ছিল স্বাগতিকদের। সেই হিসেবে অনেক এগিয়েই শুরু সফরকারীদের।

 

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …