সম্মানসূচক ডক্টরেটে ভূষিত টনি ফার্নান্দেজ

অনলাইন ডেস্ক: এয়ার-এশিয়া প্রধান তান শ্রী টনি ফার্নান্দেজ তার স্বাক্ষরের পাশে আরেকটি টাইটেল যুক্ত করল। আর সেটা হল ডক্টরেট ডিগ্রী।

গত মঙ্গলবার এয়ার-এশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশা বিশ্ববিদ্যালয় থেকে কর্পোরেট নেতৃত্বের কারণে ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি।

পুরষ্কার গ্রহনের সময় ফার্নান্দেজ বলেন, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার এবং পরিমিত ঝুঁকি গ্রহন আমার এ ব্যবসায়ের নেতৃত্বের উল্লেখযোগ্য দিক।

মাশা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘তোমাদের বেরিয়ে আসা উচিত এবং তোমরা যে কাজটা করতে চাও সেটা আরো জোর দিয়ে চেষ্টা করা উচিত এবং তোমরা ব্যর্থতার কারণে ভীতস্থ হয়ো না। তোমরা যদি ব্যর্থ হও তাহলে আবার চেষ্টা কর। প্রতিভা ও নির্বুদ্ধিতার মধ্যে একটা ভাল শিক্ষনীয় দিক রয়েছে।’

মাশা বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর এবং নির্বাহী সভাপতি অধ্যাপক তান শ্রী ড. মোহাম্মাদ হানিফা আবদুল্লাহ্ বলেন, ‘ফার্নান্দেজকে ডক্টরেট ডিগ্রী প্রদান করতে পেরে আমাদের বিশ্ববিদ্যালয় খুবই গর্বিত।

তিনি আরো বলেন, ‘তিনি (ফার্নান্দেজ) একজন স্বপ্নাদর্শী মহামানব যিনি এশিয়ার বিমান যাতায়াত ব্যবস্থা অবিশ্বাস্যভাবে সহজতর করেছেন। এয়ার-এশিয়া চালুর আগে বর্তমান সময়ের তুলনায় মালায়শিয়ার ১০ ভাগ যাত্রীও বিমানে চলাচল করেনি। কিন্তু আজ মালায়শিয়ার লোক শুধু বিমানে ভ্রমনই করে না, ১২০টি দেশে কমমূল্যে তারা সহজভাবে ভ্রমনের জন্য এটাকেই বেছে নিয়েছে।

Check Also

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার

সংবাদবিডি ডেস্ক ঃ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও …