মেহেরপুরের মুজিবনগরে কৃষকের লাশ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সিংগের মাঠ থেকে আব্দার আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে।

বুধবার সকাল সোয়া আটটার দিকে নিজ পান ক্ষেতের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত আব্দার আলী পুরন্দরপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আব্দার আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজা-খুঁজির পর বুধবার সকালে তার লাশ উদ্ধার হয়েছে। তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে তার স্ত্রী রাবেয়া খাতুন দাবি করছেন।

মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়না তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা জানা যাবে।

Check Also

ফরিদপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

সংবাদবিডি ডেস্ক ঃ ফরিদপুরে স্ত্রীর লোহার রডের আঘাতে খুন হয়েছে স্বামী। শনিবার রাত সাড়ে ১১টার …