গৃহকর্মী আজিদা খাতুনকে গুম করে রাখার অভিযোগে রাজউকের প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট। পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আগামী ৪ এপ্রিল তাকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত এ রিপোর্টটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট শাহানারা বেগম।