ওজনে কম দিলে ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক:

স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে ওজনে কম এবং মানহীন পণ্য বিক্রি বা রফতানি করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভা নিয়মিত বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘এ আইনের ৩২ ধারায় মানদণ্ডহীন বাটখারা ও পরিমাপ ব্যবহারের শাস্তির কথা বলা হয়েছে। আইনে ছয়মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড ২০ হাজার টাকা করা হয়েছে।’

তিনি বলেন, ধারা ৩৩ এ বলা হয়েছে, ‘ননস্ট্যান্ডার্ড (মানহীন) কোনো পরিপাক বা বাটখারা যদি কেউ বানায় তাহলে তার শাস্তি হল এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা।’

তিনি বলেন, ‘রপ্তানির জন্য তৈরি বা উৎপাদিত পণ্যের ওজনে কম দিলেও শাস্তি ভোগ করতে হবে। এক্ষেত্রে অপরাধী ব্যক্তিকে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড দেয়া হবে।’

এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন-২০১৭’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন এবং ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন আইন-২০১৭’ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও জানান, সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস এবং আইনমন্ত্রী আনিসুল হকের ভাই ও প্রকৌশলী বিশেষজ্ঞ আরিফুল হকের মৃত্যুতে দুটি পৃথক শোক প্রস্তাব পাস করা হয় মন্ত্রিসভার বৈঠকে।

 

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …