স্টেশনে ট্রেনের অপেক্ষায় মালতী। ২০ বছর আগে ফাগুনের প্রথম প্রহরে এমনি এক স্টেশনে নীল শাড়ি পরে এসেছিল মালতী। কথা ছিল সিঁথিতে সিদুঁর পরিয়ে নীলন্ত তাকে নিয়ে যাবে। আসেনি নীলান্ত। তারপর বহুকাল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংকন ছুটিতে বাড়ি যাচ্ছে। প্ল্যাটফর্মেই পরিচয় মালতীর সাথে। দুজনেরই গন্তব্য শ্যামপুর। পরিচয়ের সূত্রে অংকন আবিষ্কার করে মালতীই তার এক দাদুর হারিয়ে যাওয়া ভালোবাসা। যার জন্য নীলান্তও সারাজীবন অপেক্ষায় কাটিয়ে দিয়েছে।
এমনি এক গল্পকে উপজীব্য করে তরুণ নির্মাতা জাহাঙ্গীর লুসাইয়ের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েটিং এক্স্রপ্রেস’। নোঙর প্রযোজিত চলচ্চিত্রটি আগামী ১৪ মার্চ মঙ্গলবার রাত ৮ টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে প্রচারিত হবে। পরের সপ্তাহ থেকে চ্যানেল নাইনের ইউটিউবেও ছবিটি দেখা যাবে।
৯ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যে মালতীর চরিত্রে অথৈই তাহা, নীলান্তে জয়ন্ত দত্ত আর অংকন চরিত্রে শুভ দত্ত অভিনয় করেন। সিনেমাট্রোগ্রাফিত ছিলেন পংকজ রনি, ক্রিয়েটিভ ডিরেক্টর ইমরান রবিন, সহকারি পরিচালক জালাল রাসেল ও আরেফিন কাব্য এবং সম্পাদনায় এমএমআর সজিব।
Check Also
মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু
সংবাদবিডি ডেস্ক ঃ সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি …