যাত্রীদের জন্য এয়ার এশিয়ার বিশেষ চমক

ঢাকা:

ভ্রমন পিপাসুদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে এয়ার এশিয়া বিমান সংস্থা। এয়ারলাইন্সটির বাংলাদেশ জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস(টাস) ‘বিগ সেল’ অফারে ঢাকা থেকে সর্বমোট ১৩টি রুটে হ্রাসকৃত মূল্যে রিটার্ন টিকেট ক্রয়ের সুযোগ দিচ্ছে। এ সুযোগ চলতি মার্চ মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ১৯ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে যারা টিকেট কাটবেন সে সব যাত্রী ১ সেপ্টেম্বর ২০১৭ থেকে ৫ জুন ২০১৮ এর মধ্যে ভ্রমন করতে পারবেন। এয়ার এশিয়া বাংলাদেশ জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস সূত্রে জানা যায়, ঢাকা মালয়েশিয়ার লাংকাওয়ের রিটার্ণ টিকেটের মূল্য ২৪ হাজার ৪শত টাকা, ঢাকা থেকে ব্রুনাই ৩২ হা্জার ৮শত টাকা, ঢাকা থেকে জার্কাতার ৩১ হাজার ৯শত,ঢাকা থেকে বালি ৩২ হাজার ৮শত, ঢাকা থেকে হংকং ৪২ হাজার ৫ষত,ঢাকা থেকে সেনজেন ৩৬ হাজার ০শত, ঢাকা থেকে গুয়াংজু ৩৭ হাজার ৯শত,ঢাকা থেকে ম্যানিলা ৩৮ হাজার ৫শত,ঢাকা থেকে সাংহাই ৩৭ হাজার ৫শত, ঢাকা থেকে সিউল ৪৭ হাজার ৫শত,ঢাকা থেকে টোকিও ৪৯ হাজার ৫শত, ঢাকা থেকে মেলবোর্ন ৪৭ হাজার ৫শত এবং ঢাকা থেকে সিডনী ৪৬ হাজার ৮শত টাকা। এবিষয়ে, এয়ার এশিয়ার বাংলাদেশ জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড টাস এর প্রধান নিবার্হী কর্মকর্তা মোরশেদুল আলম চাকলাদার জানান, যাত্রী সেবার সুবিধার কথা চিন্তা করে এয়ার এশিয়া সবর্দাই বিশেষ সুবিধা দিয়ে আসছে। তিনি জানান, এয়ার এশিয়া যেহেতু বাজেট এয়ার সেহেতু যাত্রীদের সব্বোর্চ সুবিধার বিষয়টি মাথায় রেখেই কাজ করেছে এয়ার এশিয়া কর্তৃপক্ষ। বাংলাদেশে যখন এয়ার এশিয়া তার কার্যক্রম শুরু করে তখন থেকেই বিভিন্ন রুটের যাত্রীদের নানামুখী সুবিধা দিচ্ছে এয়ার এশিয়া। তিনি আরো জানান, ঢাকা-কুয়ালালামপুর রুটে বিভিন্ন সময় বিভিন্ন অফারের মাধ্যমে সব্বোর্চ সেবার দিচ্ছে যাত্রীদের। আগামীতেও এধরনের সেবা অব্যাহত রাখবে এয়ার এশিয়া কর্তৃপক্ষ।

Check Also

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন

সংবাদবিডি ডেস্ক : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ …