রাগীব আলী ও তার ছেলের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি:

সিলেটের আলোচিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার ১২টার দিকে সিলেটের মূখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

পলাতক অবস্থায় সিলেটের স্থানীয় দৈনিক ‘সিলেটের ডাক’ সম্পাদনা ও প্রকাশনার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত ৬ মার্চ তারিখ নির্ধারণ করেন আদালত।

মাত্র চার কার্যদিবস শেষে আলোচিত এই মামলার রায় এলো আদালত থেকে। এর আগে গত ২ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন একই আদালত।

 

Check Also

অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডের রায় স্থগিত

সংবাদবিডি ডেস্ক ঃ আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীরসহ পাঁচ শীর্ষ …