অসম্ভবকে সম্ভব করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

প্যারিস সেন্ত জার্মেইর মাঠে ৪-০ গোলে হেরে আসার পর ন্যু ক্যাম্পে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল বার্সেলোনা। অবশেষে ইতিহাস নতুন করে লিখল তারা। বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৬-১ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে কাতালান জায়ান্টরা।
প্রথমার্ধে পিএসজিকে ২ গোলে পেছনে ফেলে অসম্ভব মিশনকে সম্ভব করার সম্ভাবনা জাগায় বার্সা। দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান তিনগুণ করেন লিওনেল মেসি। কিন্তু শেষ ৪৫ মিনিট প্রথমার্ধের মতো স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি স্বাগতিকরা। বরং ফরাসি ক্লাবটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল করে বসে। বার্সেলোনার জন্য তখন আরও অসম্ভব লক্ষ্য দাঁড়ায় সামনে। ওই গোলটি হওয়ায় ৬ গোল করতে হতো কাতালানদের। কিন্তু সেই অসম্ভব কাজকে সম্ভব করলেন নেইমার। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …