বিজয়-স্যামিদের রীতিমতো ‘অপমান’ করলেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক: শুরু থেকেই পাকিস্তান সুপার লিগের ফাইনাল লাহোরে আয়োজনের সমালোচনা করছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। লাহোরে ফাইনাল আয়োজনকে পাগলামি বলেছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে খেলা বিদেশি ক্রিকেটারদের ছাড়া ফাইনাল আয়োজন পাকিস্তান ক্রিকেটের কোনো লাভ হবে না বলে মত পোষণ করেছিলেন ইমরান।

ফাইনাল থেকে নিজেদের সরিয়ে নেন কেভিন পিটারসেন, রাইলে রুশো, টাইমাল মিলসরা। ফাইনালে তাদের বদলি হিসেবে খেলতে যান বাংলাদেশের এনামুল হক বিজয়, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিট, দক্ষিণ আফ্রিকার মরনে ভ্যান উইক ও জিম্বাবুয়ের শন এরভাইন। পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, দাউদ মালান ও ক্রিস জর্ডান। এ ক্রিকেটারদের তৃতীয় শ্রেণির ক্রিকেটার বলে সমালোচনার মুখে পড়েছেন ইমরান খান।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে ইমরান খান ফাইনালে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের নিয়ে বলেন, ‘আমি এ তৃতীয় শ্রেণির ক্রিকেটারদের নামও জানিনা। আমি মনে করি বিদেশি ক্রিকেটার দাবি করার জন্য তারা আফ্রিকা বা অন্য কোনো জায়গা থেকে কিছু ক্রিকেটার ধরে নিয়ে এসেছে।’

 

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …