সুপারমার্কেটের কাঁচের দরজা ভেঙে দোকানে ঢুকে পড়ে বুনো হরিণটি। এরপরই শুরু হয় তাণ্ডব। সবকিছু তছনচ করার চেষ্টা। অনেক কষ্টে সেটিকে বাগে আনা সম্ভব হয়। তবে তার আগেই হরিণের লাথি খেয়ে ধরাশায়ী এক ক্রেতা।
ঘটনাটি ঘটে আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে রাত ন’টার কিছু পরে। ওই দোকানে ওষুধ কিনতে ঢুকেছিলেন রবার্ট বেক নামে এক ব্যক্তি, সঙ্গে ছিলেন তার স্ত্রী। হঠাৎ জোর একটা আওয়াজ শুনে বেক মনে করেন দোকানে ডাকাত পড়েছে। সেটা ছিল হরিণটির কাঁচের দরজা ভেঙে ভেতরে ঢোকার শব্দ। কিছুক্ষণের মধ্যেই বেক হরিণটিকে দেখতে পান।
হরিণটির লক্ষ্য ছিল রুটি-কেক বিক্রির কাঁচের কাউন্টারের দিকে। পাশে সব্জি আর ফলের দিকেও তাকাচ্ছিল বারবার। হয়ত দ্বিধায় ভুগছিল কোনদিকে যাবে।