শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রঙ্গনা হেরাথ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৭০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান। ক্রিজে আছেন কুশল মেন্ডিস (১১০) ও আসেলা গুনারত্নে (৫৯)।
টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ খেলছিল স্বাগতিকরা। তবে টাইগার পেসাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা রান পাচ্ছিলনা তার। ইনিংসের ষষ্ঠ তথা নিজের প্রথম ওভারের চতুর্থ বলে লঙ্কান শিবিরে আঘাত হানে পেসার সুভাশীষ রয়। পরের বলেই আরো একটি উইকেট বিদায় নেন মেন্ডিস! কিন্তু অ্যাম্পায়ার জানান নো বল। তাই আবার মাঠে ফিরেন মেন্ডিস।
মেন্ডিসকে নিয়ে জুটি গড়ে ভালোই এগুচ্ছিল করুণারত্নে। দুই জনে গড়েন ৪৫ রানের জুটি। সে জুটিতে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। নিজেরে তৃতীয় ওভারে তুলে নেন প্রথম উইকেট। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা টাইগার কাটার মাস্টার মোস্তাফিজ ইনিংসের ৪০ তম ওভারে নিজের প্রথম উইকেট তুলে নেন। দিনেশ চান্দিমালকে মাত্র ৫ রানেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন দ্য ফিজ।
সুভাশীষের প্রথম বলেই আউট হওয়া মেন্ডিস পুনরায় সুযোগ পেয়ে দুর্দান্ত খেলছে। তুলে নিয়েছে নিজের শতক। মেন্ডিস-গুনারত্নের ১২৮ রানের এ জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও টেন থ্রি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সুভাশীষ রয়।
শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ, দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, আসেলা