‘নিবন্ধন বাঁচানোর জন্য বিএনপি নির্বাচনে আসবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘ওবায়দুল কাদের কি বিএনপির মহাসচিব? ঘরের কেউ? তাহলে বিএনপি কি করবে না করবে তার ঘোষণা তিনি কিভাবে দেন?’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদেরের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস আছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপিকে ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে আজকে আপনারা বিএনপিকে দাবিয়ে রাখতে চাচ্ছেন। আল্লাহ, রাসুল আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিল করার ক্ষমতা কারও নেই।’
ভোট চুরি আওয়ামী লীগের জন্মগত অভ্যাস মন্তব্য করে জয়নাল আবেদীন বলেন, গতকালকে ১৪ টি উপজেলায় নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ভোটার সংখ্যার উপস্থিতি কত? তাই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
সরকার একদিন পরিবর্তন হবে হুঁশিয়ারি দিয়ে খালেদা জিয়ার মামলা নিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মামলার বিচার দ্রুত হচ্ছে তাতে আপত্তি নেই। তবে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রীকে প্রতি সপ্তাহে তিনবার আদালতে নিয়ে যাওয়ার যে সাহস দেখিয়েছেন তাতে আপনাকে স্মরণ করে দিয়ে বলবো এই সরকার শেষ সরকার নয়।’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতির সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।