ঢাকা: ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চলতি মাসেই আলোচনায় বসবেন বাংলাদেশ সরকার। মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শুরু হওয়া সাইবার অপরাধ ও নিরাপদ ইন্টারনেটবিষয়ক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান তিনি।
তারানা হালিম বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য আমরা বসবো যাতে করে উগ্রবাদ, জঙ্গিবাদ ছড়ায় যে পেজগুলো বা বিদেশ থেকে যেগুলো পরিচালিত হয় সেগুলোর ব্যাপারে আমরা যেন কার্যকর পদক্ষেপ নিতে পারি।
তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নিজস্ব নীতিমালায় পরিচালিত হয়। সেখানে একটি অংশ থাকে যে সেই নীতিমালাগুলো যেন কোনো রাষ্ট্রের আইনবিরোধী না হয়। এর যথাযথ বাস্তবায়ন হলে প্রত্যেক দেশের সুবিধা হয়। উস্কানিমূলক, জঙ্গিবাদ ছড়ায় এ ধরনের পেজ তারা বন্ধ করেছেন। আমরা অনেকটাই এগিয়ে গেছি বলেও জানান তিনি।