পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ এখন শ্রীলঙ্কায়। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা কাপ’।
স্বাধীনতার মাসে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা আবার শুরু হচ্ছে ৭ মার্চ। ঐতিহাসিক এই দিন সহ গোটা সিরিজকে স্মরণীয় করে রাখতে দেশের বাইরে হলেও নামটা থাকবে বাংলাদেশকে কেন্দ্র করেই। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন খবরটি। টাইটেল স্পনসর হিসেবে কোন প্রতিষ্ঠান কাজ করছে, সেটি জানা না গেলেও জালাল ইউনুস নিশ্চিত করেছেন সিরিজের নাম হচ্ছে ‘জয় বাংলা কাপ’। তবে এটা জানা গেছে যে, টাইটেল স্পনসর বাংলাদেশের কোনও এক প্রতিষ্ঠান।
স্বাধীনতার মাসে দেশের বাইরের সিরিজেও মিশে থাকছে বাংলা ও বাংলাদেশ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।