‘ছাত্র সমাজকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে’

ঢাকা: আবারো ছাত্র সমাজকে জেগে উঠতে হবে। আর আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম যৌথভাবে আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় তিনি বলেন, ছাত্র সমাজকেই দেশের বর্তমান সংকটে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। কারণ সমস্যা শুধু একা তারেক রহমানের নয়, সমস্ত দেশের মানুষের সমস্যা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের কারাবন্দি দিবস পালন করলেই শুধু হবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। সুতরাং তাদের সঙ্গে গণতন্ত্র যায় না। কারণ তারা সকল গণতান্ত্রিক মানুষকে কারাগারে বন্দি করেছে। ফলে দেশে কোন নাগরিকের অধিকার নেই- বলেন তিনি।

বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্যে রাখেন।

Check Also

সংরক্ষিত মহিলা আসনে কারো সঙ্গে জোট করবে না জাপা

সংবাদবিডি ডেস্ক ঃ দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কারো সঙ্গে জোট করবে না …