ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ৪০ মিনিটে বিশেষ বিমানে ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরৃ ত্যাগ করে।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বেলা তিনটায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।
ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে এই আঞ্চলিক জোট গঠিত। আঞ্চলিক জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।