সোনালী আঁশে সেজেছে ঢাকা

ঢাকা : রাস্তায় হাঁটতেই নাকে আসছে পাটের গন্ধ। রোডে সারি করে ঝুলিয়ে রাখা হয়েছে আঁশ। হাতিরঝিল দিয়ে নৌকা বোঝায় করে পাঠ নিয়ে যাচ্ছে মাঝিরা। মুহূর্তে মনে ভেসে উঠবে আবহমান বাংলার চিত্র। এ যেন সোনালী আঁশের শহর।

মূলত আসছে সোমবার ঢাকায় শুরু হচ্ছে প্রথম বারের মতো পাট দিবস। আর দিবসটিকে ঘিরে নানান রঙ ঢঙ এ সাজছে ঢাকা। মেলায় মূল বার্তা রাখা হয়েছে ‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’। দিবসটিকে ঘিরে ৮ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থান পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এরই মধ্যে। প্রচারণার জন্য ব্যাপক সংখ্যক পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

এদিকে পাট দিবসের গুরুত্ব এবং পাট-সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টিতে সারাদেশে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ২৪ জনকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

এছাড়া সেরা পাটচাষি, সেরা পাটবীজ উৎপাদনকারী, বেসরকারি সেরা পাটকল, সেরা কাঁচাপাট, সেরা পাটসুতা, সেরা বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক, সেরা উদ্যোক্তা, সেরা পাটপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ ৮ ক্যাটাগরিতে এবং পাটসংশ্লিষ্ট গবেষণা ও উদ্ভাবনের জন্য ২ জন ব্যক্তিকে পুরস্কার দেয়া হবে। একই স্থানে ৯ থেকে ১১ মার্চ পাটপণ্যের মেলা আয়োজন করা হবে।

পাটজাত পণ্যের উদ্যোক্তারা এ পর্যন্ত ১৩৫ রকমের বহুমুখী পাটপণ্য তৈরি করেছেন। যা পাটজাত পণ্যের মেলায় প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের ব্যবস্থা থাকবে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

জাতীয় পাট দিবস উপলক্ষে ৫ মার্চ জাতীয় সংসদ ভবনের সামনে পাটের তৈরি ক্যানভাসে চিত্রাঙ্কন হবে। চারুকলার ২ শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কনে অংশ নেবে। পরে তাদের পুরস্কৃত করা হবে। ৬ মার্চ জাতীয় সংসদ ভবনের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

Check Also

শীতের মধ্যে ৪ বিভাগে বৃষ্টির আভাস

সুমন ইসলাম ঃ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। যে …