জীবনের প্রথম উপার্জিত টাকা দিয়ে যা করেছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক:

বেকার জীবন থেকে রোজগেরে জীবনে প্রবেশ। পায়ের তলায় শক্ত মাটি পাওয়া। স্বনির্ভর নতুন একটা জীবন। বাবা-মা’র দেওয়া টিফিনের পয়সা বাঁচানো নয়, নিজে উপার্জন করা টাকা। সেই টাকা নিয়ে উন্মাদনা তো থাকবেই।

প্রথম উপার্জিত টাকা দিয়ে কেউ স্মরণীয় কিছু কেনেন, কেউ আবার খরচ করেন না। কেউ বাবা-মা’র হাতে তুলে দেন। কেউ আবার প্রিয়জনের মধ্যে তা ভাগ করে দেন। বলি-তারকা শাহরুখ খান ও এর ব্যতিক্রম নন।

ছোট থেকেই তাজমহল দেখার ইচ্ছে ছিল শাহরুখের। জীবনে প্রথম বেতন পেয়েছিলেন ৫০ টাকা। সেই টাকা দিয়েই ট্রেনে চেপে আগরা চলে গিয়েছিলেন তাজমহল দেখতে।

Check Also

মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু

সংবাদবিডি ডেস্ক ঃ সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি …