চলতি মাসে স্বাভাবিক বৃষ্টির হবে। মাসের শেষ নাগাদ দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের উপর দিয়ে ৩ থেকে ৪ দিন হালকা থেকে মাঝারি মাত্রায় কালবৈশাখী ঝড় ছাড়াও মৃদু তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তবে ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে গড়ে ৮২ শতাংশ কম বৃষ্টিপাতের রেকর্ড থাকলেও এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিসের গবেষণায় বলছে, গেল শীত ছিলো কয়েক বছরের মধ্যে ব্যতিক্রম। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে স্বাভাবিক শীতের দেখা মেলেনি। বরং শীত প্রবণ এই তিন মাসে তাপমাত্রা ছিলো স্বাভাবিকের চেয়ে বেশি।
অবশ্য শীতের শেষ প্রকোপ ছিলো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রংপুর ও শ্রীমঙ্গলে। সে সময় ওই দুই জেলার ওপর দিয়ে হালকা শৈত্য প্রবাহের মধ্য দিয়েই মুলত বিদায় নেয় শীতকাল। তবে ফেব্রুয়ারি মাসে ব্যতিক্রম হিসেবে গড়ে ৮২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে সারাদেশেই।
আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রার দিক থেকেও ফেব্রুয়ারি মাসটি ছিলো ব্যতিক্রম। এ মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা এক দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি বেশি ছিলো। -তথ্যসূত্র : চ্যানেল আই