উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামের হত্যার পর দেশটির নাগরিকদের মালয়েশিয়াতে ভিসামুক্ত প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ার সরকার।
এতোদিন মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে উত্তর কোরিয়ানদের কোনো ভিসার প্রয়োজন ছিল না। তবে ন্যামের মৃত্যুর পর উত্তর কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। যার ফলে এই সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার সরকার।
মালয়েশিয়ার একটি বার্তা সংস্থা জানায়, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদী তার ঘোষণায় আগামী ৬ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানান। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে যাওয়ার পথে ন্যামকে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামক রাসায়নিক প্রয়োগ করে হত্যা করা হয়।
ন্যামের হত্যার পেছনে উত্তর কোরিয়াকে দোষারোপ করেছে মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তারা। এছাড়াও বিমানবন্দরের সিসি ক্যামেরার মাধ্যমে মালয়েশিয়ার পৃথক স্থান থেকে ২ জন নারীসহ উত্তর কোরিয়ার ৪ জন সন্দেহভাজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। তারা জানান, বিমানবন্দরে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের ভিসা বহনকারী ২ জন নারী ন্যামকে পেছন থেকে মুখে জড়িয়ে ধরে বিষ প্রয়োগ করেন।
অপরদিকে ন্যামের হত্যাকে ষড়যন্ত্র করার দায়ে মালয়েশিয়াকে দুষেছে উত্তর কোরিয়া। তারা ন্যামের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেন। আটককৃত নারীরা জিজ্ঞাসাবাদে জানান, তারা ষড়যন্ত্রের শিকার। তারা ভেবেছিলেন এটা একটা কৌতুক ভিডিও। এর জন্য তাদের মালয়েশিয়ার ৪ শ’ রিংগিত প্রদান করা হয়। মালয়েশিয়া পুলিশ কর্মকর্তারা জানান, যদি দুই নারীর জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয় তাহলে তাদের মৃত্যুদন্ডও হতে পারে।
মালয়েশিয়া অল্প কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যা উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। তবে ন্যামের হত্যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। মালয়েশিয়ার পুলিশ গত শুক্রবার আটকৃতদের মধ্যে সন্দেহভাজন রি জং চোলকে মুক্ত করে দেয়।