বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী জায়ান মালিককে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিলেন গিগি হাদিদ। ব্যক্তিগত ইন্সটাগ্রামে এ পোস্ট করেছেন তিনি। হলিউডের অন্যতম এ প্রেমিক জুটি নিয়ে আলোচনার শেষ নেই। গিদির পোস্ট তাই আবারো আলোচিত।
মঙ্গলবার প্যারিস ফ্যাশন শোতে গিগির আঙুলে একটি সোনার আংটি দেখা গেছে। তার তাতেই গণমাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন। অনেকে ধারণা করছেন, এই আংটি দিয়েই গিগির সঙ্গে নিজের প্রেম পাকাপোক্ত করেছেন জায়ান। আবার, ফ্যাশন শোয়ের পর গিগি এবং জায়ানকে একটি রেস্তোঁরায় অন্তরঙ্গ সময় কাটাতে দেখা গেছে।
একই দিনে জায়ানের একটি ছবি পোস্ট করে সুপার মডেল গিগি লিখেছেন, ‘আমার জীবনের প্রেম’। গিগির এই পোস্ট দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। জানা গেছে, ২০১৫ থেকেই চলছে তাদের প্রেম। এবং এই নিয়ে কখনো লুকোচুরি করেনটি এ জুটি।