আসছে ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ছবির ট্রেলার

বিনোদন ডেস্ক: জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ছবির মিউজিক্যাল ট্রেলারটি ইউটিউবে মুক্তি পাচ্ছে বলে পরিচালক সূত্রে থেকে জানা গেছে। ১ মার্চ, বুধবার রাত ৮টায় ইউটিউবে মুক্তি দেয়া হবে ছবির প্রথম মিউজিক্যাল ট্রেলার। আইরিন সুলতান প্রযোজিত এ ওয়ান ফিল্ম পরিবেশিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ছবিটি ইতিমধ্যে সেন্সর বোর্ডে অনুমতি পেয়েছে, এখন মুক্তির অপেক্ষায়।

পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ত্রিভুজ প্রেম নির্ভর ছবির নামের মধ্যে যেমন মজা রয়েছে ঠিক তেমনই ছবিটির কাহিনী মধ্যেও অনেক মজার এবং কমেডি রয়েছে। এ ছাড়াও রয়েছে আইটেম গানও। প্রতি সিকোয়েন্সে থাকছে আলাদা আলাদা মজা আছে। আর এই মজা পেতে হলে এবং এই ত্রিভুজ প্রেমের কাহিনী জানতে অপেক্ষা করতে হবে ২৮ এপ্রিল পর্যন্ত।’

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন জেফ ও রোদেলা তিথী। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রীতি, সাইফ খান, কাবিলা, সিরাজ হায়দার, রেবেকা, জ্যাকি, বাদল, ববি, মিথিলা, ডলার, নিলাঞ্জনা, সুজন বৈদ্য, সোহেল রশিদ, জুই সিনহা সহ আরো অনেকে।

Check Also

মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু

সংবাদবিডি ডেস্ক ঃ সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি …