বছর ঘুরে ফিরে এলো মুক্তি সংগ্রামের অগ্নিঝড়া ‘মার্চ’

ডেস্ক রিপোর্ট :  ছর ঘুরে আবার সমাগত বাঙালির মুক্তি সংগ্রামের অগ্নিঝড়া মার্চ। একটি নতুন পতাকা, একটি বজ্র কন্ঠ ভাষণ, একটি ভীষণ কালোরাত- সবমিলিয়ে ১৯৭১ এর মার্চকে ধরা হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের চূড়ান্ত মৌসুম। আজকের এইদিনেই তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন জাতীয় পরিষদের অধিবেশন।

৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা কিংবা ৬৯ এর গণ অভ্যুত্থান। মুক্তি সংগ্রামে প্রতিটি সিড়ি অতিক্রম করে যখন ৭০ এর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশভাবে জয় লাভ করে বাঙালি। তখন নতুন করে অগ্নিঝড়া মার্চের সম্মুখীন বাংলার এই মুক্তিকামিজনগণ। কারণ পাকিস্তানী সামরিক জান্তার ক্ষমতা হস্তান্তরের টানাবাহানা আর নীল নকশার সূত্রপাত হয় এই মাসেই।

১৯৭১ এর পহেলা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। রেডিওতে খবরটি প্রকাশের পরপরই পাকিস্তানবিরোধী মিছিলে অগ্রগামী হয় চট্টগ্রাম।

এরপর ২রা মার্চের হরতাল, ৩শরা মার্চ চট্টগ্রামের বাঙালির উপর বিহারিদের চালানো গণহত্যা, গায়েবানা জানাজাসহ সংগ্রাম গাথা দিনগুলো পেরিয়ে আসে মুক্তিকামী বাঙালীর সেই দিন, যেদিন স্বাধীনতা সংগ্রামের রূপরেখা তুলে ধরেছিলেন জাতির জনক। মূলত এ ভাষণের পরেই মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে পূর্ব বাংলার মানুষ। যার পরিক্রমায় আসে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েও বঙ্গবন্ধুর গ্রেপ্তার হওয়া এবং ২৫শে মার্চের কালরাতের মতো ঘটনা।

ইতিহাসবীদ মুনতাসির মামুন বলেন, ১ মার্চ থেকে অসহোযোগ আন্দোলন শুরু হয়। ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষন দিয়েছেন। ২৫ মার্চ গনহত্যা শুরু হয়। পরদিন থেকে বাংলাদেশে প্রতিরোধও শুরু হয়েছে। সুতরাং পুরো মার্চ মাসটাই হচ্ছে উন্মাতাল। কিন্তু এত রক্ত, এত সংগ্রামের সে মার্চের চেতনা কতটা প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, পরিপূর্ণ ভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে তা বলার সপক্ষে কোন যুক্তি নেই। যখন রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্র ধর্ম থাকে তখন সেই দেশকে ধর্ম নিরপেক্ষ দেশ বলা যায়না। মুক্তি স্ফুলিংগের এ মার্চ মুক্তিপাগল বাঙালিকে প্রেরণা যোগায় যুগ যুগান্তর।

সুত্রঃ সময় টিভি

Check Also

পাটুরিয়ায় ফেরি ডুবি, ১০ জনকে জীবিত উদ্ধার

সংবাদবিডি ডেস্ক ঃ বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট …