ঘটনাবহুল ম্যাচে আতলেতিকোকে ছিটকে ফাইনালে বার্সা

লাল আর হলুদ কার্ডের ছড়াছড়ির ম্যাচে লড়াইটা হলো দারুণ জমজমাট। শুরুতে আধিপত্য ছড়ালেও প্রথমার্ধে পিছিয়ে পড়ে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত কাম্প নউয়ে জয় খরা কাটাতে পারেনি দিয়েগো সিমেওনের দল। দুই লেগের লড়াইয়ে তাদেরকে ছিটকে দিয়ে টানা চতুর্থবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা।

সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুই লেগ মিলিয়ে কাতালান ক্লাবটির জয় ৩-২ ব্যবধানে। আতলেতিকোর মাঠে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।

হলুদ কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। ফাইনালেও এমনই এক শূন্যতা নিয়ে মাঠে নামতে হবে তাদের। লাল কার্ড পাওয়ায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না লুইস সুয়ারেস।

তিন লাল আর আট হলুদ কার্ডের এই ম্যাচে সুয়ারেসের গোলে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় বার্সেলোনা। আতলেতিকোকে পরে সমতায় ফেরান কেভিন গামেরো।

ফাইনালে উঠতে একরকম অসাধ্যই সাধন করতে হতো আতলেতিকোকে। গত ১০ বছরে যেখানে একবারও জিততে পারেনি সেই কাম্প নউয়ে মঙ্গলবার রাতে কমপক্ষে ২-০ গোলে জিততে হতো।

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …