অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের পর বুধবার বিকাল চারটার দিকে খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন সেক্টরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গাবতলী বাস টার্মিনালে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সুরভী পরিবহনের কাউন্টার ম্যানেজার আশরাফউদ্দিন জানান, যাত্রী কম থাকায় বাস ছাড়া সম্ভব হচ্ছে না। তবে বিকাল পাঁচটার পরই বাস ছেড়ে দেয়া হবে।
সায়েদাবাদ বাস টার্মিনালে ঢাকা-কোম্পানিগঞ্জ রুটে চলাচলকারী তিশা পরিবহনের পরিচালক ওমর ফারুক জানান, বিকাল থেকে তাদের পরিবহনের বাসগুলি ছেড়ে যেতে শুরু করেছে।
ওপরদিকে উত্তরবঙ্গে রংপুর, বগুড়া, দিনাজপুর ও রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে দূরপাল্লার বাসগুলো বিকেলেই ছেড়ে দিয়েছে। এসআর ট্রাভেলস, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, এনা ট্রাভেলস, গ্রিন লাইন ও সোহাগ পরিবহনের প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবহন বাস ছেড়ে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও ঢাকা ও আশপাশের রুটে বাস চলাচল শুরু করেছে।