উইকেটের পিছনে থাকছেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে উইকেটের পিছনে থাকবেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সে সাথে ব্যাটি অবস্থানও উপরে উঠে এসেছে তার। এখন থেকে চারর নাম্বারে ব্যাট করবেন মুশফিক।

গত কয়েক সিরিজ থেকেই উইকেটের পিছনে ভালো সময় যাচ্ছে না মুশফিকের। অনেকেই টেস্টে উইকেট কিপিং ছেড়ে দেবার পরামর্শ দিয়েছিলেন। দলের অন্যতম ব্যাটিং ভরসা, অধিনায়কত্ব, উইকেট রক্ষক- গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আলাদা চাপ তৈরী করছে বলে অভিজ্ঞরা মতামত দিয়েছিলেন। তবে মুশফিক কিছুদিন আগে জানিয়েছিলেন, উইকেট কিপিং ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি সব দিক দিয়েই দলকে ভালো কিছু দিতে চান।

নিউজিল্যান্ড ও ভারত সিরিজে ছয় নাম্বারে ব্যাট করা মুশফিককে টিম ম্যানেজমেন্ট চার নাম্বারে ব্যাট করার কথা বলেছে। পাশাপাশি শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেট কিপিং থেকে বিরতি নিতে বলেছে। মুশফিক এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। উল্লেখ্য, আগামী ৭ মার্চ গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্ট। তাই, শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটের পিছনে দেখা যাবে না মুশফিককে।

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …