সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ইভিএমের পক্ষে, তবে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগ এ বিষয় নিয়ে কোনো বিতর্কে জড়াতে চায় না।

আজ (শনিবার) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ইভিএমের বিরুদ্ধে বিএনপি নেতারা বিশোদগার করছেন।

এসময় ভোট গ্রহণের তারিখ নিয়ে সৃষ্ট সংকটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ নিয়ে যে সঙ্কটের সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন তা আলোচনার মাধ্যমে দূর করতে পারে। এর পুরো দায় নির্বাচন কমিশনের। তারা বাস্তবসম্মত সমাধান খুঁজে নেবেন বলে প্রত্যাশা করেন তিনি। ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের বিষয়ে নির্বাচন কমিশন অনড় থাকলে আওয়ামী লীগের কিছুই করার নেই বলেও জানিয়েছেন তিনি।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …