মধ্যপ্রাচ্যে দায়িত্বশীল ভূমিকা রাখুন: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানে কর্তব্যরত বাংলাদেশের কূটনীতিকদের ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির আলোকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের সাথে সোমবার রাতে আবুধাবীতে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশী কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল হোটেল শাংগ্রিলাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রধানমন্ত্রী কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও লেবাননের রাষ্ট্রদূতের বক্তব্য শুনেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যের শুরুতেই বাংলাদেশের ভারসাম্যমূলক কূটনৈতিক দর্শন স্মরণ করিয়ে দেন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সতর্কতার সাথে দেশের স্বার্থ রক্ষা করে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের নয়টি দেশেই বহু বাংলাদেশী কাজ করেন। দেশের রেমিটেন্সের সিংহভাগের যোগানও তারাই দিয়ে থাকেন। তাই প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা।

কূটনীতিকদের সাথে এই বৈঠকে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে হোটেল শাংগ্রিলাতে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা কোম্পানী ডিপি ওয়ার্ল্ড ইউএই’র চেয়ারম্যান সুলতান আহমদ বিন সোলায়েম। এসময় শেখ হাসিনা ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশ বিনিয়োগের আহবান জানান।

পরে একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানীর প্রধান নির্বাহী সাইফ মাহিদ আল খালাফিসহ ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতারা। এসময় বাংলাদেশের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে ওই কোম্পানীর একটি সমঝোতা স্মারক সই হয়।

সংযুক্ত আরব আমিরাতের আমন্ত্রনে দেশটিতে সফর শুরুর দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রের আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …