গুপ্তধনের আশায় সাত বছর ধরে ঘরের ভেতর কুয়া খনন

ব্রিটেনের নাগরিক কলিন স্টিয়ার ও তার স্ত্রী ভেনেসা, দু’জনের বয়স-ই ৬৭, ১৯৮০ দশকের শুরুতে ডেভনের প্লাইমাউথের পুরোনো একটি বাসায় উঠেন। বাসার একটি কক্ষে ছোট গর্ত দেখতে পান। শুরুতেই এক ফুট পরিমাণ সেই গর্ত ঢেকে রাখার সিদ্ধান্ত নেন ব্রিটিশ এই দম্পতি। কারণ সংসারে ছোট ছোট তিনটি সন্তান, কখন আবার কোন দুর্ঘটনা ঘটে।

বহু বছরই সেটি তেমনই ঢাকা ছিল। ২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর কলিন স্টিয়ার তার সেই কক্ষটিকে নতুন করে সাজানো শুরু করেন। তখনই তিনি লক্ষ করেন গর্তটা তিনি যেমনটা ধারনা করেছিলেন তার চেয়েও বড়। এরপর গুপ্তধনের আশায় কলিন স্টিয়ার গর্তটি খোঁড়া শুরু করেন। গত ৭ বছর ধরে প্রায় ১৭ ফুট খনন করেছেন তিনি। গর্তটি খোঁড়ার পর ৩ ফুট প্রশস্ত পাথরের দেয়াল ঘেরা কুয়ার নিচে পানির নাগাল পেয়েছেন তিনি। কলিন স্টিয়ারের ধারনা শেষ প্রান্তে কুয়া আরও বেশি প্রশস্ত।

কলিন স্টিয়ার বলেন, ‘গর্তটি খুঁজে পাওয়ার পর আমি ভেবেছিলাম কাউকে হয়তো সেখানে সমাধিস্থ করা হয়েছে। সেটি খননের পর কুয়ার দেয়াল দেখতে পেলাম। গর্তটি মাটি ভর্তি ছিল। কিন্তু একজন প্রতিবেশীর সাহায্যে আমরা ১৭ ফুট গভীর পর্যন্ত খননে সক্ষম হয়েছি। আমি শুরু থেকেই এটি খনন করতে চেয়েছিলাম। গর্তের নিচে হয়তো কোনো স্বর্ণপাত্রও পেয়ে যেতে পারি। অবসর নেয়ার পর তাই এটি শুরু করলাম। আমি সত্যিই বিস্মিত হয়েছি। তবে গর্তটা বাগানে হলে খোঁড়াখুঁড়ির কাজটা আরও সহজ হতো।’

কলিন জানিয়েছেন বাড়ির পেছনের বাগানে কাজ করতে গিয়ে তিনি দুটি জার্মান বোমাও পেয়েছিলেন। পরে বিশেষজ্ঞের সাহায্যে সেগুলো নিষ্ক্রিয় করা হয়!সূত্র: এক্সপ্রেস ইউকে

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …