হাঁত পা অবস লাগে কেন

অনেক রোগী চিকিৎসকের কাছে আসেন হাঁত পায়ে ঝিম ধরা, বা শরীর অবশ অনুভূত হওয়া নিয়ে। এসব উপসর্গ নিয়ে যারাআসেন তাদের মধ্যে কেউ কেউ বলেন কিছুক্ষণ একদিকে কাত হয়ে শুয়ে থাকার পর ঐ পাশের হাঁত পা অবশ অনুভূত হয়।

এর পর উঠে হাঁটা হাঁটি করলে ঠিক হয়ে যায়। এ সব কারণে রাতে ঘুমাতে সমস্যা হয়। কারো কারো ক্ষেত্রে হাতে কোন জিনিস কিছু সময় ধরে রাখলে হাত ঝিম ঝিম বা অবশ মনে হয়। কিছুক্ষন পর আর ধরে রাখতে পারেনা। আসুন আমরা জেনে নেই কি কি কারণে এসব উপসর্গ হয়। ১. আমাদের হাত পায়ের রক্ত স্বাভাবিকের চেয়ে কম হলে এই সমস্যা হতে পারে।

২. কারো যদি সারভাইক্যাল স্পাইন বা ঘাড়, এবং লাম্বার স্পাইন বা কোমরের নার্ভ বা স্নায়ুর উপর চাপ লেগে থাকে তা হলেও এ সমস্যা হতে পারে।

৩. শোয়ার বিছানা যদি বেশী নরম হলেও এ সমস্যা হতে পারে।

৪. এছাড়াও কিছু রোগের কারণে হতে পারে যেমন- সারভাইক্যাল স্পন্ডাইলোসিস, ভেরী কোজ ভেইন, কারপাল টানেল সিনড্রোম, লাম্বার স্পন্ডাইলোসিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, মটর নিউরোণ ডিজিজ ইত্যাদি । সুতরাং রোগের প্রথমিক উপসর্গ দেখা দিলেই কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।

লেখক-হাকীম মোঃ আশরাফুল আলম পরিপাকতন্ত্র ও ইউনানী মেডিসিনে বিশেষ অভিজ্ঞ নাহার ডক্টরস্ চেম্বার, মিরপুর-১, ঢাকা-১২১৬. ফোন-01720010605.

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …