লিভার সিরোসিস কি এবং কেন হয়। Cirrhosis of Liver

এ রোগ যে কোন বয়সে হতে পারে ৷ যৌবনে এ রোগ হলে অকালে রোগীর মরন হয় ৷ ক্রনিক হেপাটাইটিস থেকে অনেক সময় লিভার সিরোসিস হয়ে থাকে৷ সে জন্য ক্রনিক হেপাটাইটিস ও লিভার সিরোসিস উভায়কে K Chronic parenchymal Liver disease বলে ৷ কারণ- হেপাটাইটিস বি, সি এবং ডেল্টা ভাইরাসের আক্রমন ৷

অ্যালকোহল সেবন- এক নাগাড়ে ৫ বত্সহরের বেশি সময় মদ পান করলে এই রোগ হয় ৷ ঔষধ- আলফামিথাইলডোপা, আইসোনিয়াজাইড, হ্যালো থেন, এমিওডেরন, প্যরাজিনামাইড ৷ বিলিয়ারি সিরোসিস (Billiary cirrhisis) ৷ পিত্তথলীর রাস্তা সরু হয়ে গেলে ৷ কার্ডিয়াক ফেলিওর (Cardiac failure) ৷ ক্রিপটোজেনিক সিরোসিস (Cryptogenic cirrhosis) লক্ষণঃ-লিভার বড় হয়ে যাওয়া (Hepatomegaly) পেটে পানি আসা (Ascites) জন্ডিসের সাথে পেটে পানি আসলে লিভারের গুরুতর অসুখ বুঝায় ৷ বুকে মাকড়সার জালের মতো দাগ দেখা দিবে ৷ সাধারনত: বুকের ত্বকের উপশিরায় পরিবর্তনের জন্য এমনটি হয়ে থাকে ৷

এ-রকম দাগ ১-২ বা ততোধিক সংখায় হয়ে থাকে ৷ একে বলা হয় Spider Telengiectasia এবং এটা কদাচিত্ সুস্থ লোকের ও গর্ভবর্তী মহিলাদেও ক্ষেত্রেও হতে পারে ৷ উল্লেখিত এই দুই ক্ষেত্র ছাড়া কারো এমন ধরনের দাগ থাকলে বুঝতে হবে নিশ্চয়ই তার লিভারের রোগ আছে ৷ হাতের তালুতে রক্তের উপশিরা স্পষ্ট দেখা যাবে ৷ আঙ্গুলের মাথা, জিব্বার অগ্রভাগ নীল রং ধারণ করবে ৷ যৌন চাহিদা থাকবেনা ৷ পুরুষের নাভির নিচের লোম উঠে যাওয়া এবং অন্ডকোষ শুকিয়ে ছোট হয়ে যাবে৷

মহিলাদের ক্ষেত্রেও লোম উঠে যেতে পারে ৷ পুরুষের স্তন বড় হয়ে যেতে পারে ৷ মহিলাদের স্তন শুকিয়ে ছোট হয়ে যেতে পারে ৷ জটিলতা- পেটে পানি আসা, কিডনি অকেজো যেতে পারে, মানসিক ভারসম্য নষ্ট হয়ে যেতে পারে, লিভারে ক্যান্সার হতে পারে ৷ পরামর্শঃ- পূর্ণ বিশ্রামে থাকবেন ৷ বেশি বেশি পানি, নরম সহজ-পাচ্য খাবার খাবেন, তাজা ফলের রস, বাতাবীলেবু, আনার, ডাবের পানি, গ্লুকোজ, আখের রস, ছোট মাছ, মুরগীর ঝোল, পেপে, পটল, করলার তরকারি খাবেন৷ চা, মিষ্টি, ঝাল-বাসি, বিজ্লা,শক্ত, এ্যালার্জি ও মসলাযুক্ত খাবার খাবেন-না, রোদে যাবেন না ৷ সম্পুর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলবেন ৷ চিকিৎসা- রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা জরুরি। ইনানী চিকিৎসায় জন্ডিস, লিভার সিরোসিস ও লিভার এ্যাবসেস এর উন্নত চিকিৎসা রয়েছে।

লেখক- হাকীম মোঃ আশরাফুল আলম পরিপাকতন্ত্র ও ইউনানী মেডিসিনে বিশেষ অভিজ্ঞ নাহার ডক্টরস্ চেম্বার, মিরপুর-১, ঢাকা-১২১৬. ফোন-01720010605.

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …