হাইকোর্টে প্রার্থীতা স্থগিত না হওয়ায় জামায়াতের ২৫ নেতার নির্বাচন করতে আর বাধা নেই। তবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে নির্বাচন কমিশন, সিইসি, জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেল ও মনোনীত ২৫ প্রার্থীসহ ২৯ জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে রোববার ধানের শীষ নিয়ে ২৫ জন জামায়াত নেতার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই বলে কমিশন সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।